বাংলাদেশের খবর

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮

গলাচিপায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপা উপজেলা আজ দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক র‍্যালি বের করা হয় সংগৃহীত ছবি


সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায়ও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি  বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসন এলাকা ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের দরবার হলে উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসা (ইউএনও) শাহ্ মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিষয় যার প্রভাবে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক সম্পদের নানাবিধ ক্ষতি হয়। দুর্যোগ মোকাবেলায় মানুষের ক্ষয়ক্ষতি প্রশমনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. মোজাম্মেল হক, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন পি,আই,ও অফিসের উপ সহকারী প্রকৌশলী মো. রেজাউল হক এবং  কোস্ট ট্রাস্ট এর জেলা প্রোগ্রাম অফিসার পিন্টু বিশ্বাস,সিডিএইচসিএর নির্বাহীপরিচালক রমেশ চন্দ্র শীল ও গলাচিপা উপজেলার জলবায়ু ফোরামের সভাপতি গাজী মোস্তফাকামাল।

আলোচনা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্যোগ প্রশমনবিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১