বাংলাদেশের খবর

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮

যৌন হয়রানির অভিযোগ

পদত্যাগের ঘোষণা দিয়েও প্রত্যাহার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ছবি : ইন্টারনেট


যৌন হয়রানির অভিযোগে পদত্যাগের ঘোষণা দিয়েও শেষমেশ তা প্রত্যাহার করে নিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। এ ছাড়া অভিযোগকারী সংবাদিকদের বিরুদ্ধে তিনি খুব শিগগরিই আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। গতকাল রোববার সকালে প্রতিমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর ইমেইলে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানায় গালফ নিউজ। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি।

তবে রোববার সকালে পশ্চিম আফ্রিকায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন প্রতিমন্ত্রী এম জে আকবর। বিমানবন্দরেই সাংবাদিক এবং অধিকারকর্মীরা তাকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। তখন তিনি সব প্রশ্ন এড়িয়ে গেলেও বিকালে নিজের আইনজীবীর উপস্থিতিতে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, একাধিক পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগে এমন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

ভারতজুড়ে সাড়া ফেলা ‘মি টু’ আন্দোলনের হাত ধরে গত কয়েক দিনে আকবরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ তোলেন। তার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন তাদের অধিকাংশই নারী সাংবাদিক। অভিযোগকারীরা বলছেন, মন্ত্রী হওয়ার আগে আকবর যখন সাংবাদিক ছিলেন তখন তিনি অনেক নারীকে যৌন হয়রানি করেছেন। দ্য টেলিগ্রাফ এবং দ্য এশিয়া এইজেসের মতো নামিদামি পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

গত ৮ আক্টোবর প্রিয়া রামানি নামের এক নারী সাংবাদিক প্রথম তার বিরুদ্ধে মুখ খোলেন। রামানি অভিযোগ করে বলেন, আকবরের যৌন হয়রানির বিষয়টি তিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মূলত এরপরই প্রেরণা সিং বিন্দ্রা, ঘাজালা ওয়াহাব, সুতপা পাল, অঞ্জু ভারতী, সুপর্ণা শর্মা, সুমা রাহা, মালিলি ভুপতা, কনিকা ঘালৌত ছাড়াও অনেক নারী আকবরের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেন।

এদিকে এই ঘটনায় দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা জয়পাল রেড্ডি প্রশ্ন তুলে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিচারপতি ক্যাভানোকে যদি যৌন হয়রানির ব্যাখ্যা দিতে হয়, তাহলে আকবর কেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দেবেন না?’ তবে এ নিয়ে কেন্দ্রের কয়েকজন মন্ত্রী মুখ খুললেও এখনো মুখ খোলেননি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলও প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১