বাংলাদেশের খবর

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮

মবিল যমুনার ৫০ লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা

মবিল যমুনার (এমজেল বাংলাদেশ) লোগো সংগৃহীত ছবি


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মবিল যমুনার (এমজেল বাংলাদেশ) এর পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।  এর মধ্যে ৪৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। 

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা। সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৪৯ পয়সা।

এমজেএল বাংলাদেশ আগামী ২২ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ এজিএম অনষ্ঠিত হবে।  এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল এমজেএল বাংলাদেশ। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

এমজেএল বাংলাদেশ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১