বাংলাদেশের খবর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮

বিদেশি ঋণে রাখতে হবে জামানত

বাংলাদেশ ব্যাংকের লোগো সংগৃহীত ছবি


এখন থেকে কোনো বিদেশি ঋণ ছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষে বাংলাদেশের তফসিলি ব্যাংক জামানত (কোলেটারাল) রাখতে পারবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ কথা জানায়। বিদেশি ঋণের স্বচ্ছতা ও পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনটি জারি করেছে।

এতে বলা হয়, তফসিলি ব্যাংকগুলোর এডি শাখা যেহেতু বিদেশি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। তাই অনুমোদিত কোনো বিদেশি ঋণগ্রহীতার কাছ থেকে সংশ্লিষ্ট প্রয়োজনীয় জামানত নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এতে বিদেশি ঋণে স্বচ্ছতা আসবে। গ্রাহকরা আর মিথ্যা তথ্য দিয়ে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে প্রতারণা করতে পারবে না। ফলে বাংলাদেশের গ্রাহকদের ভাবমূর্তি বাড়বে। এতে ভবিষ্যতে তারা আরো কম সুদে বিদেশি ঋণ আনতে পারবে। দেশের ব্যাংকগুলোতে ঋণের সুদহার বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ী গ্রুপ এখন বিদেশ থেকে ঋণ আনছে।

বর্তমানে সরকারের একটি কমিটি বেসরকারি খাতে বিদেশি ঋণ অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা এই কমিটির সদস্য। পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এতে সভাপতিত্ব করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১