বাংলাদেশের খবর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮

নতুন করদাতার খোঁজে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংগৃহীত ছবি


জরিপ কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, ঢাকা শহরে বহু বাড়ি ও ফ্ল্যাটের মালিক কর দেন না। শিগগিরই তাদের করনেটের আওতায় আনা হবে।

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে করনেট সম্প্রসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণ-বিষয়ক সভার আয়োজন করে এনবিআরের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল।

এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের জন্য করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। এনবিআরের ডিজিটাইজেশন কার্যক্রম চলছে। এটি বাস্তবায়ন করা হলে ঘরে বসেই করদাতারা কর পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর বিদ্যমান করদাতাদের ওপর নতুন করে কর আরোপ করতে চায় না। বরং জরিপ কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন করদাতা খোঁজা হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দেশের উন্নয়নের অগ্রগতি এবং সম্পদের সুষম বণ্টনে করের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১৮ কোটি মানুষ বসবাস করছে। এর মধ্যে করদাতার সংখ্যা মাত্র ৩৫ লাখ। যার মধ্যে রিটার্ন দাখিল করেন মাত্র ২২ লাখ। কিন্তু আমাদের দেশ দিন দিন যে উন্নত হচ্ছে সেই তুলনায় করদাতার সংখ্যা বাড়ছে না। আমি অনুরোধ করছি যাদের করযোগ্য আয় আছে তারা যেন নিয়মিত করদাতার আওতায় আসেন।

সাঈদ খোকন বলেন, রাজস্ব বোর্ড প্রতিবছর যে কর আহরণ করেন তা শুধু জনগণের উন্নয়নমূলক কাজের জন্য ব্যয় হয়। কিন্তু অন্যান্য দেশে রাস্তাঘাটসহ যাবতীয় উন্নয়নমূলক কাজ করা হয় তা জনগণের নিজস্ব উদ্যোগে করা হয়। কিন্তু আমাদের সরকার এসব যাবতীয় উন্নয়নমূলক কাজ করে থাকে।

তিনি আরো বলেন, যারা শুরু থেকে নিয়মিত কর দিয়ে আসছেন তাদের ওপর নতুন করে বোঝা না চাপিয়ে জরিপের মাধ্যমে নতুন করদাতার সংখ্যা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, যেসব ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই কর রিটার্ন সনদপত্র থাকতে হবে। তা না হলে তাদের নির্বাচন করার জন্য অনুমোদন দেওয়া হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ  ও মোহাম্মদ গোলাম নবীসহ সংশ্লিষ্টরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১