বাংলাদেশের খবর

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮

আজহারের ‘আত্মঘাতী’ রান আউট!

রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন পাকিস্তানের আজহার আলী সংগৃহীত ছবি


পাকিস্তানের অনেক ক্রিকেটারই নিজের পায়ে নিজে কুড়াল মেরে খবরের শিরোনাম হয়েছেন। এ নিয়ে তালিকা করলে তা ছোট নয়, বেশ বড়ই হবে। তাদের সঙ্গী হলেন আজহার আলী ও আসাদ শফিক। তবে দুজনেই আত্মঘাতের নতুন সংজ্ঞা এনে দিয়েছেন। কী, অবাক হচ্ছেন? ফুটবলে আত্মঘাতী গোল হয় শুনেছেন। কিন্তু ক্রিকেটে আত্মঘাতী আউট! এটা কি সম্ভব? সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন পাকিস্তানের এ দুই ক্রিকেটার। আবুধাবিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম অদ্ভুত ও বিস্ময়কর রান আউটের শিকার হলেন আজহার আলী। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দোষী আসাদ শফিকও।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারে আজহার আলীর ব্যাট ছুঁয়ে বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে। সেখানে কোনো ফিল্ডার না থাকায় বিনা বাধায় বল চলে যায় বাউন্ডারির একেবারে সন্নিকটে। বল বাউন্ডারি স্পর্শ না করে ইঞ্চি কয়েক দূরেই থেমে যায়। কিন্তু আজহার ও শফিক ব্যাপারটা খেয়ালই করেননি। চার হয়েছে ভেবে দুজনেই ভুল করে বসেন। নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে যথানিয়মে বল আসার অপেক্ষায় পিচের মাঝামাঝিতে খোশগল্পে মেতে ওঠেন দুই ব্যাটসম্যান। ততক্ষণে মিচেল স্টার্ক বল তুলে পাঠিয়ে দিয়েছেন উইকেটরক্ষক টিম পেইনের কাছে। বল পেয়েই কাজের কাজ সেরে ফেলেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক। স্টাম্পের বেল ফেলে দেন। অস্বাভাবিক সেই আউটের দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না পাকিস্তানের এ দুই ব্যাটসম্যানের। কী হচ্ছে সেটা যেন তারা বুঝতেই পারছিলেন না। কিংকর্তব্যবিমূঢ় হয়ে এদিক-ওদিক তাকাতে থাকেন। নিজের উইকেট সঁপে দিয়ে সাজঘরে ফেরার টিকেট পেয়ে আজহার তো হতবাক। পাকিস্তান কোচ মিকি আর্থার তো বিশ্বাসই করতে পারছিলেন না। অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন রান আউটের কাজ সম্পন্ন করতেই নিজেদের হতাশা প্রকাশ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন ভক্ত-সমর্থক ও সাবেক ক্রিকেটাররা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১