বাংলাদেশের খবর

আপডেট : ২০ অক্টোবর ২০১৮

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ছবি : সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, আমরা জোটগতভাবে নির্বাচন করতে চাই। আমরা তিনশ আসনেই নির্বাচন করার জন্য প্রস্তুত।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই। আর তা হলো আমরা ৩০০ আসনে নির্বাচন করতে চাই। জোটগতভাবে ৩০০ আসনে নির্বাচন করতে চাই আমরা। দেশবাসী পরিবর্তন চায়। তাই জাতীয় পার্টির সামনে সুদিন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত।

এরশাদ আরো বলেন, আমরা জাতীয় পার্টি সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ নির্বাচন চাই। নিশ্চয়তা চাই। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। পরিস্থিতির আলোকে জাতীয় পার্টি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রণয়ন করবে। দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করবে। দারিদ্র দূর করবে।

এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। আমার ওপরে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ নেই।

সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১