বাংলাদেশের খবর

আপডেট : ২০ অক্টোবর ২০১৮

রুয়েটে ভর্তি পরীক্ষা রোববার, প্রতি আসনে লড়বে ৬ জন

রুয়েটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ছবি: বাংলাদেশের খবর


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার।  আসন প্রতি লড়বে ৬ শিক্ষার্থী।

আজ শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর আশরাফুল আলম।

লিখিত বক্তব্যে রুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি জানান, এবার তিনটি অনুষদের অধীন মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫ টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব আসনে ৮ হাজার ৮৮৪টি আবেদন করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৮৮টি প্রবেশপত্র উত্তোলন করেছেন শিক্ষার্থীরা। এই হিসাবে আসন প্রতি ৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

তিনি আরও জানান, ‘ক’ ও ‘খ’ এই দুইটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ‘ক’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষায় শুরু হবে সকাল ৯টায়।  চলবে বেলা ১১টা পর্যন্ত। এ গ্রুপে ৬ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ‘খ’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মুক্ত হস্ত অংকন পরীক্ষায় সকাল ৯টা থেকে বেলা ১২ টা ১০মি পর্যন্ত চলবে। এ গ্রুপে অংশ নেবেন ৬০২ জন শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষার দিন প্রার্থীকে এইসএসসি সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, রুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া সংরক্ষিত আসনের প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোড়ল, গোত্র প্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।  অন্যথায় ভর্তি প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ বলেন, এর আগেও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে রুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারও সকলের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সেলিম হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক মামুনুর রশীদ ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১