বাংলাদেশের খবর

আপডেট : ২১ অক্টোবর ২০১৮

মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসীর ঢল

মেক্সিকো সীমানে্ত কাঁটাতার ভেঙ্গে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করলে অভিবানপ্রত্যাশীদের ওপর টিয়ার সেল ছোড়ে পুলিশ সংগৃহীত ছবি


দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র অভিমুখী কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তে আটকা পড়েছে। গুয়াতেমালা সীমান্তের নোম্যানসল্যান্ড এলাকায় আটকেপড়া এসব লোক মেক্সিকো সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার শেল ছোড়ে। গত শুক্রবার এ ঘটনা ঘটে বলে গতকাল শনিবার ডেইলি মেইল জানিয়েছে।

অভিবাসনপ্রত্যাশীদের এই স্রোত ঠেকাতে অভিবাসীদের ওপর হামলার ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যেসব দেশ অভিবাসীদের ঢল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে তাদের সঙ্গে সীমান্ত ও ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজন পড়লে সীমান্তে সেনা পাঠানো হবে বলেও হুশিয়ারি দিয়েছিলেন তিনি। গুয়েতেমালা ও মেক্সিকো সীমান্তের মধ্যে সুচিয়াতি নদীর সেতুটিতে অবস্থান করছে হাজার হাজার অভিবাসীপ্রত্যাশী। গত শুক্রবার তারা কাঁটাতারের অস্থায়ী বেড়া ভেঙে ঢোকার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে শিশুরা। টিয়ার শেল ও সংঘর্ষের কারণে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১