বাংলাদেশের খবর

আপডেট : ২১ অক্টোবর ২০১৮

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত : নিহত ১৭, আহত শতাধিক

তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সুয়াও শহরে সিনমা স্টেশনের কাছে ট্রেনটির ৮ টি বগি লাইনচ্যুত হয় ছবি : দ্য স্ট্রেইটস টাইমস


তাইওয়ানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং প্রায় শতাধিক আহতের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়াইলান কাউন্টির ডোংশান-সুক্সিন রেললাইনে ‘পুয়ুমা এক্সপ্রেস ৬৪৩২’ নামের ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রাজধানী তাইপের শুলিন স্টেশন থেকে পূর্বাঞ্চলীয় উপকূলীয় তাইতুং কাউন্টিতে যাচ্ছিল ট্রেনটি। এসময় ট্রেনটিতে ৩১০ জনের মতো যাত্রী ছিলো।

তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সুয়াও শহরে সিনমা স্টেশনের কাছে ট্রেনটির ৮ টি বগি লাইনচ্যুত হয়।

তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিভাবে পরিষ্কার জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বড় ধরনের শব্দ শুনেছেন এবং স্ফূলিঙ্গ আর ধোঁয়া দেখেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ট্রেনটির ৮টি বগির ৫টি রেললাইনের পাশে পড়ে আছে। উদ্ধারকর্মীরা আহতদেরকে হাসপাতালে নিচ্ছেন এবং বগিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করছেন।

তাইওয়ানের আধা-সরকারি ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এবং বহুল প্রচারিত গণমাধ্যম ‘ইউনাইটেড ডেইলি নিউজ’র বরাত দিয়ে এসব কথা জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

তাইওয়ানের কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে সরকার প্রধানকে। তিনি ভুক্তভোগীদের নিয়ে খুবই উদ্বিগ্ন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১