বাংলাদেশের খবর

আপডেট : ২২ অক্টোবর ২০১৮

‘জঙ্গিভূত তাড়াতে সক্ষম হয়েছি আমরা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংরক্ষিত ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আর ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। আইএস-জঙ্গিভূত আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এ ভূত আমরা তাড়াতে সক্ষম হয়েছি। আমরা আর কোনো ভুল করতে চাই না। বাংলাদেশকে আর অন্ধকারাচ্ছন্ন হতে দেওয়া হবে না। আমারা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না। গতকাল দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি সবকিছু পেয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম পৃথিবীর সঙ্গে টক্কর দিয়ে চলার পাশাপাশি বলতে পারবে আমার কারো দান-দক্ষিণায় চলি না। আমাদের বাংলাদেশ আজ উন্নত দেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্ম নিশ্চয়ই ভুল করবে না, আর কোনো ষড়যন্ত্রের শিকারও হবে না।

দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে আর্কাইভ-৭১। আর্কাইভ-৭১-এর সভাপতি এএইচ আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের সাবেক আইজি শহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১