বাংলাদেশের খবর

আপডেট : ২২ অক্টোবর ২০১৮

আশুলিয়া মহাসড়কে ডাকাতিকালে ৮ জন আটক

ডাকাত দলের আট সদস্য ছবি : আশুলিয়া প্রতিনিধি


আশুলিয়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে ও পথচারীদের কাছ থেকে ডাকাতিকালে ঘটনাস্থল থেকে ৮ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ডাকাত দলের হামলায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন জখম হয়। পরে জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রোববার রাত ৯ টার দিকে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় বাইপাইল-আবদুল্লাপুর মহাসড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- বাবুল হোসেন, সোলায়মন হোসেন, আরমান, মো. সোহান, মজিবর, আবদুল হালিম উদ্দিন, মো. রুবেল ও মো. আলম।

ভুক্তভোগীরা জানান, চলন্ত মোটরসাইকেল ফেলে দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকাসহ মূল্যমান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পথচারীদের জিম্মী করেও ডাকাতরা সব কিছু ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে কেউ কেউ পানিতে ঝাপিয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতে সদস্যদের হামলা দুই গুরুতর জখম হন বলেও জানান। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেন ও ডাকাতদের আটক করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, মহাসড়কের পাশে ডাকাতির খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে ডাকাত সদদের হাতে নাতে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১