বাংলাদেশের খবর

আপডেট : ২২ অক্টোবর ২০১৮

আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলা আমচত্ত্বর হতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ছবি : আত্রাই প্রতিনিধি


আইন মেনে চলবো,নিরাপদ সড়ক গড়বো শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতনতা সৃস্টির লক্ষে বর্ণাঢ্য র‌্যালী,মানববন্ধন,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলা আমচত্ত্বর হতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজের পার্শ্বে আত্রাই- নওগাঁ মহাসড়কে সকাল ১০ ঘটিকা হতে এক ঘন্টা ব্যাপী রাস্তায় দাঁড়িয়ে জনসচেতনতা মূলক মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,মোল্লা আজাদ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু,ওসি মোঃ মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, শফিকুল ইসলাম বাবু, জানবক্স সরদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, প্রধান শিক্ষক বিপ্লব, মাহবুব উল হক তারেক প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১