বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮

তনুশ্রীর পাশে আছি

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সংগৃহীত ছবি


ভারতজুড়ে শুরু হওয়া মি-টু আন্দোলনে এবার শরিক হলেন ক্যাটরিনা কাইফ। এ পর্যন্ত মুখ থাকলেও শেষ পর্যন্ত তিনিও কথা বললেন। নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগকে কেন্দ্র করে ক্যাট বলেন, ‘কর্মক্ষেত্রে যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হওয়াকে সমর্থন করি আমিও। যারাই এ বিষয়ে প্রতিবাদ করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। প্রথমবার যৌন হেনস্তা সংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য তনুশ্রীকে ধন্যবাদ জানাই। তনুশ্রীর পাশে আছি। তার দেখানো পথে এবার সরব হয়েছেন অনেকে।’

প্রতিষ্ঠিত অভিনেতা, নির্মাতা ও গায়কসহ অনেকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলতে শুরু করেছেন নারীরা। ভারতের রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগৎসহ সর্বত্র যৌন হেনস্তার অভিযোগে সরব হয়েছেন নারীরা।

ক্যাটরিনা আরো বলেন, ‘তবে বিষয়টি নিয়ে কেউ যেন অহেতুক অভিযোগ না করেন, সে দিকেও আমাদের খেয়াল রাখা প্রয়োজন। কারণ নিজেকে লাইমলাইটে আনার জন্য অনেকে এ ধরনের অভিযোগ করতে পারেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১