বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮

মির্জা ফখরুলসহ সাত নেতার আগাম জামিন স্থগিত চায় সরকার

হাইকোর্ট ছবি : সংগৃহীত


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির চার সদস্যসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার মামলায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে সরকার।

গতকাল সোমবার অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় স্থগিতের এ আবেদন করেন। আবেদনগুলোর ওপর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হবে।

রাজধানীর হাতিরঝিল থানার গত ৩ অক্টোবরের এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুর কুদ্দুস তালুকদার দুলু, আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ ৫৫ জনকে আসামি করা হয়। হাইকোর্টের একই বেঞ্চ থেকে গত ২ অক্টোবর ব্যারিস্টার মওদুদ আহমদ ও সানাউল্লাহ মিয়া পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন পেয়েছিলেন।

মামলায় বলা হয়েছে, বিএনপি কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১