বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮

নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২৬ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকের পর নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মঙ্গলবার সচিবালয় সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নির্বাচনকলীন মন্ত্রীসভা নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনকলীন মন্ত্রীসভায় খুব বেশি পরিবর্তন হবে না তবে আকার কিছুটা ছোট হতে পারে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১