বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮

এএমএল ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বিএসইসি ভবন সংগৃহীত ছবি


বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘এএএমএল ইউনিট ফান্ডের’ খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির সভা কক্ষে অনুষ্ঠিত ৬৬২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

 এএএমএল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা অংশ ১ কোটি টাকা এবং সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা; যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।  ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক অ্যাসুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১