বাংলাদেশের খবর

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

টস শেষে করমর্দন করছেন দু’দলের অধিনায়ক সংগৃহীত ছবি


দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্যকে পাশে পেলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সন্ধ্যার পর শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং। জয় দিয়ে শুরু করা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে চায় দ্বিতীয় ওয়ানডেতে। বাঁচা-মরার ম্যাচে জিতে সিরিজে টিকে থাকতে সিনিয়রদের কাছ থেকে বড় রান চায় জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা আড়াইটায়।

জিম্বাবুয়ের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি মাশরাফি বিন মুর্তজার দলের সামনে। ২০১৪ সালে ৫ ম্যাচের সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশড করেছিল তারা। পরের বছর ৩ ম্যাচের সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা নবম সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১