বাংলাদেশের খবর

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮

জাপা নেতা সাবেক চসিক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে মামলা

জাতীয় পার্টির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম ছবি: সংগৃহীত


চট্টগ্রামের বাঁশখালীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালতে এ মামলা হয়।

আজ বুধববার সকালে পুজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক স্বপন কুমার এ মামলা দায়ের করেন।

মামলার বাদীর আইনজীবী নুরুল আবসার জানান, বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মাহমুদুল ইসলাম চৌধুরী বৈলছড়ি ইউনিয়নের শীলপাড়া পূজামণ্ডপে বক্তব্য দেওয়ার সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য রাখেন।

তিনি এ সময় বলেন, ‘মা দূর্গার দশ হাত, আমার এগারো হাত। আওয়ামী লীগ নেতাদের জেনে রাখা উচিত আমার হাত অনেক লম্বা’। মামলায় দণ্ডবিধির ২৯৮ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১