বাংলাদেশের খবর

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮

রাজধানীতে দুই রেস্টুরেন্টকে জরিমানা


মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে খাদ্য তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে রাজধানীর শ্যামলী ও মোহাম্মদপুরের দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় প্রতিষ্ঠান দুটিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ অভিযান শুরু হয়। প্রথমে শ্যামলির রিং রোডে অবস্থিত চিলিস চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়া যায়, যেগুলো দিয়ে চাইনিজের বিভিন্ন খাদ্য তৈরি করা হতো। এ করণে চিলিসকে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এরপর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল খাদ্যের বিরুদ্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১