বাংলাদেশের খবর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮

চিলেকোঠার সংসার

‘চিলেকোঠার সংসার’ নাটকের একটি দৃশ্য সংগৃহীত ছবি


নায়না স্মার্ট আধুনিক এক মেয়ে। একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক। সবসময় সময় মেনে চলার চেষ্টা করে। এক দিন একটা মিটিংয়ে উপস্থিত হওয়ার সময় প্রায় ছুঁই ছুঁই। জ্যামের কারণে গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো পাশেই অফিস। গাড়ি ঘুরে আসতে অনেক সময় লাগবে বলে নেমে রাস্তা পার হতে যায়। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে দ্রুত ছুটে আসা গাড়ির দিকে খেয়াল করে না। অচেনা এক যুবক তাকে রক্ষা করে। রাজন নামের যুবকটি তার কাণ্ডজ্ঞান দেখে ধমক দেয়। তাড়া থাকায় নায়না দ্রুত অফিসে চলে আসে। এক দিন নায়নার অফিসে রাজনের চাকরি হয়। এরপর আরেক সমস্যার সম্মুখীন হয় রাজন।

এভাবেই তৈরি হয়েছে একক নাটক ‘চিলেকোঠার সংসার’-এর গল্প। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নওশীন, ঐশী প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১