বাংলাদেশের খবর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮

সাভারে ওবায়দুল কাদের

খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টায় বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টায় দলটি ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্য করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার ‘পলাশবাড়ী আমার স্কুল প্রাঙ্গণে’ নির্বাচনী গণসংযোগকালে পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি খালেদা জিয়াকে মাইনাস করতে কামালের সঙ্গে ঐক্য করেছে। দলটি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সঙ্গে ঐক্যফ্রন্ট করেছে। এই ঐক্যফ্রন্টের কোনো ভিত্তি নেই। তিনি আরো বলেন, নষ্ট রাজনীতির নব্য কাণ্ডারি হিসেবে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্ট গঠন করেছেন। ঐক্যফ্রন্ট হচ্ছে বিএনপির সন্ত্রাসী ও দোষীদের পুনর্বাসন কেন্দ্র।

বিএনপিকে ‘নালিশ পার্টি’ অভিহিত করে সেতুমন্ত্রী বলেন, তাদের সব বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা এখন সংকুচিত। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। গ্রেনেড হামলা চালিয়ে বিএনপি আওয়ামী লীগের আইভি রহমানসহ ২২ নেতাকর্মীকে হত্যা করেছে। এ দল খুনি দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা নেই। ধানের শীষ এখন পেটের বিষ। খালেদা জিয়া কারাগারে। তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এই খুনি, সন্ত্রাসী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান ও খালেদা জিয়ার বিএনপিকে এখন আর দেশের মানুষ বিশ্বাস করে না। আগামী নির্বাচন উপলক্ষে বিএনপি দেশে কোনো অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী।

দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিল বোর্ড ও ব্যানার-ফেস্টুন দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। নেতাদের যোগ্যতা দেখে মনোনয়ন দেওয়া হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১