বাংলাদেশের খবর

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮

পূর্ণিমার শারীরিক অবস্থার উন্নতি

চিত্রনায়িকা পূর্ণিমা সংগৃহীত ছবি


টানা তিন দিন হাসপাতালের আইসিইউতে থাকার পর সাধারণ বেডে আনা হয়েছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানা গেছে। এর আগে গত ২৪ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় এ অভিনেত্রী। পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল খবরটি তার ফেসবুকের মাধ্যমে জানান।

তিনি লেখেন, ‘পূর্ণিমা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছে। দুদিন ধরে সে আইসিইউতে আছে। ডাক্তারের পরামর্শমতো আগামী দুই সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। অনুগ্রহ করে তার জন্য দোয়া করবেন।’

গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ণিমার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আইসিইউ থেকে তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। তবে শরীর বেশ দুর্বল।

পূর্ণিমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। সে জন্য নিজেকে প্রস্তুত করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১