বাংলাদেশের খবর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮

চাঁদপুরে সকল রোডে যানবহন চলাচল বন্ধ

চাঁদপুরে চালাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা ছবি : চাঁদপুর প্রতিনিধি


সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে আজ সকাল ছয়টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

পরিবহন ধর্মঘটে চাঁদপুরে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চাঁদপুর থেকে দূরপাল্লাসহ সকল ধরনের বাস, সিএনজি, ব্যাটারি চালিত অটো রিক্সাসহ সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কে রিক্সা ছাড়াও আর কোন কিছুই চলতে দিচ্ছেনা পরিবহন শ্রমিকরা। সকাল থেকেই পরিবহন শ্রমিকরা চাঁদপুর প্রধান আন্ত:বাস টার্মিনালের সম্মুখে অবস্থান নেন।

শহরে সাধারণ যানবাহন তথা রিক্সা, অটো চলাচল বন্ধ থাকায় স্কুল-কলেজের ছাত্রী-ছাত্রী এবং কর্মস্থলমুখি মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে। নিরুপায় হয়ে কেউ কেউ পায়ে হেটে সন্নিকটের বিদ্যালয়ে সন্তানকে পাঠালেও অধিকাংশ ছাত্রী-ছাত্রীরা আজ বিদ্যালয়ের অনুপস্থিত থাকছেন।

পরিবহন শ্রমিকরা কোথাও কোথাও সড়কে ইট-পাথর রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে সকাল সাড়ে সাড়ে ১০টা পযর্ন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁদপুরে সড়কে অবস্থান নিয়েছেন চাঁদপুর জেলা সড়ক পরিবহন ১২২০ এর সভাপতি বাবুল মিজি, সেক্রেটারী আনোয়ার হোসেন মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদ মোহাম্মদ হোসেন, ট্রাক এসোশিয়েশান ২১০১ এর সভাপতি নাজমুল আলম পাটওয়ারী, সেক্রেটারী আবুল কালাম মন্টু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ জানান আমাদের এর পরেও যদি আমাদের দাবী মানা না হয়, তাহলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

অপর দিকে হাজীগঞ্জে সকাল থেকেই সড়ক পরিবহন ১২২০ এর নেতা আহসান কাশারীর নেতৃত্বে সড়কে মিছিল ও পিকেটিং করছে শ্রমিকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১