বাংলাদেশের খবর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮

ভাইরাল হলো এএনএফ নারী অফিসারদের সেলফি

ভাইরাল হয় এসব সেলফি ছবি : ইন্টারনেট


দাউদাউ করে আগুন জ্বলছে। বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আগুন থেকে খানিকটা দূরে সেলফি-স্টিক হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন একদল নারী সৈনিক। প্রত্যেকের মাথায় হিজাব, গায়ে খাঁকি উর্দি। সোশ্যাল মিডিয়ায় এখন হু হু করে ছড়াচ্ছে এই ছবি। কোনো ছবিতে আবার দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন এক মহিলা উর্দিধারী। কোনোটায় ঝাঁ চকচকে রোদ চশমা পরে একাই সেলফি তুলছেন এক নারী। পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে শেয়ার করা এমন সব ছবি নিয়েই এখন মাতামাতি নেট দুনিয়ায়।

ছবিগুলিতে যারা সেলফি তুলছেন, তারা আসলে পাকিস্তান অ্যান্টি নারকোটিকস ফোর্স (এএনএফ)-এর নারী অফিসার। সম্প্রতি পেশোয়ারে বাজেয়াপ্ত হওয়া প্রায় ৪০০ কেজি অবৈধ মাদক পুড়িয়ে ফেলে এএনএফ। সেই মাদক পোড়ানোর সময়ই ছবিগুলি তুলেছেন এএনএফ বাহিনীর নারী সদস্যেরা। পরে সেগুলিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অজস্র প্রশংসাসূচক মন্তব্যে জমেছে। কেউ লিখেছেন, ‘এর মাধ্যমেই বোঝা যায় পাক মহিলারা এখন আর পর্দার আড়ালে নেই। তাদের কতটা ক্ষমতায়ন হয়েছে।’ একটি বিবৃতিতে এএনএফের ডিজি মুসারত নওয়াজ মালিক জানান, পাক যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যেই কয়েক সপ্তাহ ধরে মাদক বিরোধী অভিযান চালায় এই বাহিনী। উদ্ধার হওয়া মাদক পরে প্রথামতো পুড়িয়ে ফেলা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১