বাংলাদেশের খবর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮

না বুঝেই ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক ছবি : সংগৃহীত


আইন না বুঝেই পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রক্রিয়াগত কারণে সংসদের চলতি অধিবেশনে আরপিও সংশোধনের সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অারপিও সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা অাইন সংশোধনের বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এখন আর ডিজিটাল নিরাপত্তা অাইন সংশোধনের সুযোগ নেই।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। রাজধানী থেকে দূরপাল্লার পরিবহন না ছাড়ার পাশাপাশি রাজধানীর ভেতরেও বাস চলাচল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বর্তমান সরকার অসাংবিধানিক কার্যকলাপ করছে, ড. হোসেনের এমন বক্তব্যের প্রতিবাদ করে আনিসুল হক বলেন, সরকার কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করছে না, বরং ড. কামাল হোসেনই সংবিধান পরিপন্থী বক্তব্য দিচ্ছেন।

ব্যারিস্টার মঈনুল ইসলামের বিরুদ্ধে সঠিক আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১