বাংলাদেশের খবর

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮

শ্রীনগরে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন

আন্ডার পাস নির্মানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী প্রতিনিধিদের পাঠানো ছবি


ঢাকা-মাওয়া মহাসড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাও বাসষ্ট্যান্ডে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময় রাস্তার দুই পাশে বেশ কিছু যান বাহন আটকা পরে। পরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আন্ডার পাস নির্মাণের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দাবী পৌছে দেওয়ার আশ্বাষ দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যায়।

মানববন্ধনে অংশ গ্রহনকারীরা জানায়, ঢাকা-মাওয়া মহাসড়ক ৬ লেনের কাজ চলছে। এর ফলে উপজেলার শ্রীনগর, পাটাভোগ, তন্তর, কুকুটিয়া,আটপাড়া ইউনিয়ন সহ সিরাজদিখান ও লৌহজং উপজেলার বহু লোকের চলাচল কারী বেজগাও বাসস্ট্যান্ডে আন্ডার পাস দরকার। আন্ডার পাস না হলে শ্রীনগর সদর বাজারের ও সরকারী শ্রীনগর কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়ন রত ছাত্র-ছাত্রীরা দুর্ভোগের শিকার হবে।

বিক্ষোভে সরকার দলীয় নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১