বাংলাদেশের খবর

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮

নেত্রকোনায় জব্দ ভিজিএফের চাল নিলামে বিক্রি

আজ মঙ্গলবার কলমাকান্দা থানা প্রাঙ্গণে জব্দ ভিজিএফের চাল আদালতের নির্দেশে বিক্রি করা হয় ছবি: বাংলাদেশের খবর


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নে জব্দ হওয়া ভিজিএফ কর্মসূচির ১ হাজার ৫৪৬ কেজির চাল প্রকাশ্যে নিলামে বিক্রি করে দেওয়া হলো। আজ মঙ্গলবার কলমাকান্দা থানা প্রাঙ্গণে জব্দ ভিজিএফের চাল আদালতের নির্দেশে বিক্রি করা হয়।

জানা যায়, চলতি বছরের ঈদুল আজহার দারিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ হাজার ৫৪৬ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।  কিন্তু গত ১৬ আগস্ট কলামকান্দার কৈলাটী ইউপি চেয়ারম্যান মো. রুবেল ভুইয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে এসব চাল পাচার করে দেওয়ার অভিযোগ উঠে।

এ ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুবেল ভুইয়াকে প্রধান ও অজ্ঞাত সংখ্যক আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন।  তাদের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে ২৩ আগস্ট পুলিশ সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের গাবরাগাতী গ্রাম থেকে ওই চাল উদ্ধার এবং রাহমিন নামে একজনকে আটক করে।

নিলামের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন, থানার ওসি মো.মাজহারুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ট্যাগ অফিসার ডা. মো. ফারুক হোসেন, আদালতের রেকর্ড কিপার শেখ ফরিদ আলম মামুন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন চাল বিক্রির বিষয়টি নিশ্চিত করে বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ এর নির্দেশে ওই ৩১ বস্তা চাল প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১