বাংলাদেশের খবর

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮

বার্সেলোনায় অপর্ণার ভুবন মাঝি

অভিনেত্রী অপর্ণা ঘোষ সংগৃহীত ছবি


স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে ‘এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আজ থেকে শুরু হওয়া এ উৎসবে যোগ দিতে যাচ্ছে অপর্ণা ঘোষ অভিনীত ‘ভুবন মাঝি’।

২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। এরপর ছবিটি বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশ নেয়। এর আগে গত ২৫ অক্টোবর থেকে ভারতের গোয়াহাটির চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। আজ থেকে ছবিটি অংশ নিচ্ছে বার্সেলোনার চলচ্চিত্র উৎসবে।

এ উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘ছবিটি এরই মধ্যে বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে। এটা আমার জন্য অনেক ভালো লাগার যে, বিশ্বের অনেক দেশের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিরাও ছবিটি দেখছেন। সেই ধারাবাহিকতায় এবারের বার্সেলোনার উৎসবে অংশ নিচ্ছে ছবিটি।’

১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছে ‘ভুবন মাঝি’র গল্প। ছবিতে বাংলাদেশের অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ। ‘ভুবন মাঝি’ ছবির গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেন ভারতের প্রখ্যাত শিল্পী প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১