বাংলাদেশের খবর

আপডেট : ০১ নভেম্বর ২০১৮

নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত ৪ নভেম্বর : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছবি: সংগৃহীত


আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন এমন তথ্য জানান।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।

সংলাপের কারণে তফসিল পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। কি করা হবে তা ৪ নভেম্বর কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।

সিইসি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণার বা ভোটগ্রহণের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিটে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে বঙ্গভবনে যান চার কমিশনার ও সচিব। প্রতিনিধির অন্য সদস্যরা হচ্ছেন- কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

রাষ্ট্রপতি বিকেল ৪টায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১