বাংলাদেশের খবর

আপডেট : ০২ নভেম্বর ২০১৮

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪ ডিসেম্বর

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪ ডিসেম্বর প্রতীকী ছবি


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম এ দিন ধার্য করেন। মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী ইসহাক এ তথ্য জানান।

২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১