বাংলাদেশের খবর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮

ছয় বছরে ৭০ শতাংশ


২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পায় চলচ্চিত্র ‘কাঁটা’। শহীদুল জহিরের গল্প অবলম্বনে চলচ্চিত্রটি বানাচ্ছেন টোকন ঠাকুর। এই ছয় বছরে ছবিটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে তিনি জানান। এখনো এর শুটিং চলছে।

এত সময় লাগার কারণ সম্পর্কে জানাতে গিয়ে পরিচালক টোকন ঠাকুর বলেন, গল্পে উঠে আসছে তিনটি দশক। তিনটি সময় নিয়ে সিনেমা করা চাট্টিখানি কথা নয়। তিন দশককে ধরতে সংগ্রহ করতে হয়েছে নানা প্রপস। বাংলাদেশের মানুষ আর্কাইভাল ভ্যালু বোঝে কম। সবাই দলিল ছাড়া অন্য কিছু সংগ্রহ করে না। নানাজনের কাছ থেকে অনেক কষ্টে সেই সময়ের নানা উপকরণ সংগ্রহ করা হয়েছে। পরিচালক নিয়ে যান প্রপসে ঠাসা একটি কক্ষে। এগুলো সংগ্রহ করতেই সময় লেগেছে অনেক। পাশে দাঁড়িয়েছে দেশাল। বন্ধু পরিচালক অনিমেষ আইচ দিয়েছেন তার ছবির কিছু পোশাক ও দ্রব্য। কেউ সংগ্রহে রেখেছিলেন ষাটের দশকের তাদের বিয়ের স্মৃতির শাড়ি। ওগুলো দিয়েই ছবির কাজ চলছে।

পরিচালক জানান, আর এক মাস শুটিং করলেই কাজ শেষ হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা। সারা দেশেই ছবিটি দেখানোর ইচ্ছা পরিচালকের।

তিনি বলেন, আমার ইচ্ছা ছিল আরো আগেই ছবির কাজ শেষ করার। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে এবার আর কোনো বাধা নেই। আগামী ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির যে পরিকল্পনা করছি, আশা করছি সেটা ঠিক থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১