বাংলাদেশের খবর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮

সংলাপে আসন বণ্টন নিয়েও আলোচনা হবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংগৃহীত ছবি


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা কোনো তালিকা নিয়ে সংলাপে যাবো না। আমরা চাই সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সংলাপে আমরা আসন বন্টন নিয়েও আলোচনা করবো।’

আজ শনিবার বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

আগামী সোমবার জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসবেন। ওই দিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।  

এরশাদ বলেন, আগামী নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমরা ক্ষমতায় গেলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

বিএনপির সমালোচনা করে জাতীয় পার্টিরর চেয়ারম্যান বলেন, দলটি আমাকে বিনা বিচারে ৬ বছর কারাগারে আটকে রেখেছিলো। এখন সেই দলটির প্রধান আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন। আবার সেই নেত্রীর ছেলেও আদালতে দোষী সাব্যস্ত হয়ে বিদেশে আছেন, সেও দেশে ফিরতে পারবে না। আর দেশের রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আছে। আমরা শক্তিশালীভাবে নির্বাচন করলে ক্ষমতায় যেতে পারবো।

আগামী একাদশ নির্বাচনে জামালপুর-২ আসনে মোস্তফা আল মাহমুদকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন এরশাদ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১