বাংলাদেশের খবর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮

রংপুর কারাগারে ব্যারিস্টার মইনুল হোসেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সংগৃহীত ছবি


মানহানির মামলায় গ্রেফতার হওয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে সড়কপথে তাকে রংপুর নেওয়া হয়।

রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন ডন বলেন, বিকেলে মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে নিয়ে আসা হয়েছে। আদালতের নির্দেশে কারাগারে তাকে প্রথম শ্রেণির ডিভিশন দেয়া হয়েছে।  রোববার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

ব্যারিস্টার মইনুলের আইনজীবী শফি কামাল বলেন, রোববার মইনুল হোসেনের পক্ষে আদালতে জামিনের আবেদন উপস্থাপন করব আমারা। আশা করি আদালত তাকে জামিন দেবেন।

একটি  টেলিভিশন চ্যানেলের টক শোতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হলে ২২ অক্টোবর মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরের দিন দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি নিয়ে মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১