বাংলাদেশের খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮

মিরাজের হাতেই প্রথম সফলতা

মেহেদী হাসান মিরাজ ফাইল ছবি


সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৩ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৩৯ রানে এগিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইনিংসে বিনা উইকেটে ১ রান তুলে৷ আজ সোমবার দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর ব্রায়ান চারি ব্যাট করতে নামেন। দুজনেই দেখে শুনে খেলতে থাকেন। আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপুতে সফলতা আসছিল না। দু্ই ওপেনার মিলে ১৯ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজকে বল তুলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ আর এতেই আসে প্রথম সফলতা।

অফ স্পিনার মিরাজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে চারি বোল্ড হন। ৩৩ বলে ৪ রান করে ডান-হাতি এই ব্যাটসম্যান ফিরে যান। ক্যারিয়ারের ১৫তম টেস্টে মিরাজের উইকেট সংখ্যা দাঁড়াল ৫৯টি।

১৮ ওভার পর্যন্ত এক উইকেট সফরকারীদের সংগ্রহ ৪৭ রান। ৫২ বলে ১৫ রান করে ক্রিজে আছেন মাসাকাদজা। তার সঙ্গে রয়েছেন ২৩ বলে ২৪ রান করা ব্র্যান্ডন টেইলর। জিম্বাবুইয়ানদের লিড রয়েছে ১৮৬ রানের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১