বাংলাদেশের খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮

টেস্টে তাইজুলের ১০ উইকেট


সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে।  প্রথম ইনিংসে দারুণ ব্যাট করে তারা। আর পুরোপুরি ব্যর্থ হয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও ভালো করছে সফরকারী জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের হয়ে দুই ইনিংসেই দারুণ বল করেছেন তাইজুল ইসলাম। তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ১০ উইকেট।

তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৬ উইকেট তুলে নিয়েছিলেন।  দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের ৬ উইকেট পড়েছে। এর মধ্যে তাইজুল নিয়েছে ৪ উইকেট।  সিকান্দার রাজাকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ১০ উইকেট পূর্ণ করেন তিনি। তার সামনে অবশ্য সুযোগ আছে উইকেট সংখ্যা আরও বাড়ানোর।

২০০৫ সালে এনামুল হক জুনিয়র প্রথমবারের মতো বাংলাদেশি বোলারদের মধ্যে এক ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন। ২০১৪ ও ২০১৭ সালে দুই বার সাকিব আল হাসান এই কীর্তি গড়েন। সর্বশেষে মেহেদী হাসান মিরাজ ২০১৬ সালে নিয়েছিলেন ১০ উইকেট।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬২ ওভারে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৬৫ রান। ব্যাট করছেন ওয়েলিংটন মাসাকাদজা আর রেগিস চাকাভা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১