বাংলাদেশের খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেজর রফিক

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ছবি: বাংলাদেশের খবর


চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। এ ছাড়াও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এস. এম মানিক।

গতকাল রোববার দিবাগত রাতেই সাংসদের আদেশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবার ৫ হাজার টাকা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।  আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

একই দিন দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এবং সাংসদের আদেশক্রমে পোশাক সামগ্রী বিতরণ করেন ওই ইউনিয়নের রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এস. এম মানিক।

এ সময় টেলিকনফারেন্সে মেজর অব. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে গত রোববার দিবাগত রাতে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কালচোঁ গ্রামের পূর্ব পাড়া (নেছারাবাদ ফাজিল মাদ্রাসার সাথে) বেপারী বাড়িতে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনে বসতঘরসহ ১৮টি ঘর পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে ১২ পরিবার।  আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১