বাংলাদেশের খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮

বাবা-মায়ের পাশে চির নিদ্রায় তরিকুল ইসলাম

যশোরে তরিকুল ইসলামের জানাজায় হাজারো মানুষের সমাগম হয় সংগৃহীত ছবি


যশোরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চির বিদায় নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। আজ সোমবার শহরের ঈদগাহ ময়দানে বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

জানাজা শেষে কারবালা কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তরিকুল ইসলামের বড় ছেলে শান্তুনু ইসলাম সুমিত, ছোট ছেলে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বাবার জন্য দোয়া চেয়ে শান্তুনু ইসলাম সুমিত বলেন, আমার বাবা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। কাজ করতে গিয়ে যদি কোনো ভুল বা কারও মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে আমি হাতজোড় করে বাবার জন্য ক্ষমা চাইছি। তিনি আগামী বুধবার বাদ আসর নিজ বাসভবনে দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১