বাংলাদেশের খবর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে ছাঁই

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী ছবি : বাংলাদেশের খবর


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে টিনের ঘরসহ প্রায় তিন লক্ষাধিক টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নজির হোসেন ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী (মাদ্রাসার পাড়) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল হোসেনের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আবুল হোসেন জানান, সোমবার ‘একটি বাড়ী খামার প্রজেক্টে’র ৫০ হাজার টাকা তুলে ১০ হাজার টাকা খরচ হয়,বাকী ৪০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। চাল ধার করে রাত থেকে খেতে হয়েছে।

প্রতেক্ষদর্শীরা জানান, রান্না ঘরের আগুন থেকে মুহুর্তের মধ্যে আগুন গোটা বাড়ীতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দু’টি টিনের ঘর, ধান, চাল, হাঁস-মুরগী, আসবাবপত্রসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১