বাংলাদেশের খবর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮

বরিশালে হাসপাতালের আট দালালকে অর্থ দণ্ড

র‌্যাবের অভিযানে আটক দালালরা ছবি : বাংলাদেশের খবর


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে অভিযান চালিয়ে আট দালাল আটক করে  অর্থদণ্ড দিয়েছে র‌্যাব। বুধবার সাড়ে ১১ টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম কর্তৃক শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করার লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শেবাচিম থেকে আট দালালকে আটক করে অর্থ দন্ড প্রদান করেন ।

অর্থ দন্ডে দন্ডিতরা হলেন তাবিয়া ইসলাম (২৫), মোসাঃ সাবিনা (৩০), মোঃ খোকন হোসেন (৪৫), মোঃ ফয়সাল হোসেন (২০), মোঃ আল আমিন(২০), মোঃ আরিফ হোসেন(২৫), জনি দাস(২৮) এবং মোঃ রাজিব হোসেন(২০)। নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম পরবর্তীতে এ ধরণের কর্মকাণ্ড না করার জন্য নির্দেশ প্রদান করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকে ২০০ টাকা করে সর্বমোট ১৬০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। র‌্যাবের এ ধরণের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসার মানও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করে র‌্যাবের এই ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা । বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী আশ্বস্ত করেন যে, সাধারণ মানুষের হয়রানী বন্ধে র‌্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১