বাংলাদেশের খবর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮

বগি পরিবর্তনের পরিবর্তে নতুন ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

ডোমারের রেলঘুমটি মোড়ের অনুষ্ঠিত মানববন্ধন ছবি : বাংলাদেশের খবর


নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি পরিবর্তন করার নিদ্ধান্তের প্রতিবাদে ও দিনের বেলায় নতুন আরেকটি ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর দাবিতে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চিলাহাটি বাজারের চৌরাস্তা ও ডোমার শহরের রেলঘুটি মোড়ে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডোমার শহরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও চিলাহাটি বাজারে এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডোমারের রেলঘুমটি মোড়ের অনুষ্ঠিত মানববন্ধনে  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি যুবরাজ ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমা্ল কেন্দ্রীয়  কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, বাংলাদেশ তাঁতি লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রাজিব চৌধুরী, আব্দুর রাজ্জাক সরকার, ছাত্রলীগ নেতা রাজিব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, চিলাহাটি হতে ঢাকাগামী নীল সাগর নামের একটি আন্তনগর ট্রেন চলাচল করছে। কিন্তু একটি গোষ্ঠির চক্রান্তে রেলবহরে সংযুক্ত বগি বদলী করে নিম্নমানের বগি সংযুক্ত করার চক্রান্ত চলছে। ওই চক্রান্ত বন্ধ করে নতুন আরেকটি ট্রেনের দাবি জানান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১