বাংলাদেশের খবর

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮

পার্বতীপুরে নাশকতা ও সহিংসতা এড়াতে পুলিশের মোটরসাইকেল মহড়া

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও সহিংসতা এড়াতে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের মহড়া ছবি : বাংলাদেশের খবর


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা, সহিংসতা ও বিশৃংখলা পরিস্থিতি এড়াতে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃস্পতিবার সকাল ১১টায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক এমআর সাঈদ, শাজাহান সিরাজ, সাদেকুজ্জামান, আতিকুজ্জামান, মোশারফ হোসেনসহ একদল পুলিশ এ মহড়ায় অংশ নেয়। থানা থেকে শুরু করে মহড়াটি উপজেলা প্রশাসন, কেন্দ্রীয় বাস টার্মিনালের চাররাস্তা মোড়, বড়পুকুরিয়া কয়লা খনি বাজার, মধ্যপাড়া কঠিন শিলা খনি বাজার, হলদীবাড়ী, চৌপথি, হাবড়া, ভবানীপুর, রাজাবাসর, ভবের বাজার, যশাইমোড়, শহরের নতুন বাজার, পুরাতন বাজার, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ করে বেলা ১টার দিকে পুনরায় থানায় এসে শেষ হয়।

মহড়া শেষে অংশ গ্রহণকারী সকল পুলিশের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বতীপুরে যে কোন প্রকার সমাজ বিরোধি কাজ ও নাশকতা এড়াতে পুলিশের এ বিশেষ মহড়া।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১