বাংলাদেশের খবর

আপডেট : ১০ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনা হয়নি


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি আলোচনা স্থগিত করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করে দেয় পিয়ংইয়ং। বিবিসির খবর।

কিন্তু যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া আবার আলোচনায় বসবে কি না সেটা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে দেশ দুটি। যদিও এমন পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন উত্তর কোরিয়ার সঙ্গে বর্তমানে ভালো সম্পর্ক রয়েছে।

মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, আগামী বছরের শুরুতে উভয় দেশের মধ্যে আবারো আলোচনা শুরু হবে। গতকাল শুক্রবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, উত্তর কোরিয়া আলোচনার জন্য প্রস্তুত ছিল না, তাই আপাতত তারা আলোচনায় বসেনি।

অন্যদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে না নিলে এবং সুযোগ-সুবিধা না পেলে এ মুহূর্তে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই উত্তর কোরিয়ার। একই সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি ফের শুরু করবে বলেও হুমকি দিয়েছে দেশটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১