বাংলাদেশের খবর

আপডেট : ১০ নভেম্বর ২০১৮

আশ্রয় নিতে এসে ধর্ষণ হলো শিশু

মো. মহসিন মিয়াজী (৫২) সংগৃহীত ছবি


চাঁদপুরের হাজীগঞ্জে নানার বাড়ীতে আশ্রয় নিতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু (৬)। শনিবার দুপরে পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের সর্দার বাড়ী সংলগ্ন মিজি বাড়ীতে এ ঘটনা ঘটে। ধর্ষক একই বাড়ীর মৃত কলিমউল্যাহর ছেলে মো. মহসিন মিয়াজী (৫২)। সে সম্পর্কে শিশুর নানা হন। ধর্ষক মহসিন মিয়াজী ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কুমিল্লা শাখায় চাকরি করেন।

নির্যাতিত শিশুদের গ্রামের বাড়ী উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বেপারী বাড়ী। গত ৪ নভেম্বর ওই বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুদের ঘরসহ ১৮টি ঘর পুড়ে যায়। এর পর ওই শিশুসহ তার পরিবার নানার বাড়ীতে আশ্রয় নেয়। শিশুটির বাবা বাহরাইন প্রবাসী।

এ ঘটনার পর পরই ধর্ষণের শিকার শিশুকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করার জন্য নেওয়া হয়েছে। তবে সদর হাসপাতালের পক্ষ থেকে নির্যাতিত শিশুর পরিবারকে থানায় অভিাযোগ দায়েরের কথা বললে লোকলজ্জার ভয়ে শিশুর পরিবার নির্যাতিত শিশুকে হাসপাতালে ভর্তি না করে চলে আসেন বলে জানান চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান।

নির্যাতিত শিশুর নানী জানান, শনিবার সকাল অনুমানিক ১১টায় শিশুটি তার বাড়ীর সামনের রাস্তার উপর খেলতে ছিল। এ সময় লম্পট মো. মহসিন মিয়াজী (লিটন) তাকে কোলে করে বাসার ভিতরে নিয়ে ধর্ষণ করে।

তিনি জানান, আমার নাতিনের কান্নাকাটি দেখে তাকে জিজ্ঞাসা করলে সে এ ঘটনায় জানায়। এ ঘটনা কাউকে বলেল তাকে খুন করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষক লিটন।

এ ঘটনায় অভিযুক্ত মো. মহসিন মিয়াজী (লিটন) এর মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তার স্ত্রীর ফোন নম্বরে যোগাযোগ করলে মহসিন কোথায় আছে বলতে পারেন না বলে জানান।

৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিক জানান, নির্যাতিত শিশুর নানী আমাকে ঘটনাটি অবহিত করেছে।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বিভিন্ন মাধ্যমে ধর্ষণের বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১