বাংলাদেশের খবর

আপডেট : ১১ নভেম্বর ২০১৮

চট্টগ্রামে মঙ্গলবার থেকে আয়কর মেলা

কর মেলায় আয়কর রিটার্ন পূরণ করছেন করদাতারা সংগৃহীত ছবি


চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে আয়কর মেলা। নগরের জিইসি কনভেশন সেন্টারে আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ রোববার সকালে সরকারি কার্য ভবন-১ এর আয়কর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর অঞ্চল-১ এর কমিশনার ও মেলার সমন্বয়ক মো. মোতাহের হোসেন বলেন, এবার মেলায় ৪৫টি বুথ থেকে করদাতারা কর সংক্রান্ত যাবতীয় সেবা নিতে পারবেন। মেলায় রিটার্ন জমা দেওয়ার পর করদাতাকে ট্যাক্স কার্ড প্রদান করা হবে। প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। মেলা প্রাঙ্গণে সোনালী ব্যাংক, জনতাব্যাংক ও বেসিক ব্যাংকের বুথ থাকবে। এসব বুথে আয়কর জমা দেওয়া যাবে।এছাড়া মেলায় থাকছে ই-পেমেন্ট সুবিধা।

তিনি বলেন,  সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় মেলা প্রাঙ্গণে সম্মাননা দেওয়া হবে।

কর কমিশনার জানান, ২০১০ সাল থেকে দেশে নিয়মিত আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০১০ সালের মেলায় ১৪ হাজার ৩৩০টি আয়কর রিটার্ন জমা পড়েছিল। রাজস্ব আদায় হয় ৪০ কোটি ১২ লাখ ২১ হাজার ৮২৪ টাকা। গত বছর এ মেলায় ৩২ হাজার ৯৮৪টি আয়কর রিটার্ন জমা পড়ে। এতে আদায় হয় ৫২৯ কোটি ৭০ হাজার ৯৮১ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১