বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৮

মাগুরায় ৫৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাদক, অস্ত্র ও চোরাই মোটর সাইকেলসহ আটককৃতরা ছবি : বাংলাদেশের খবর


মাগুরা সদর প্রতিনিধি

মাগুরায় রবিবার মধ্য রাতে শহরের আদর্শ কলেজ পাড়া এলাকায় একটি বাড়ি থেকে মাহামুদুর হাসান (৪০) ও রাবেয়া বেগম (৩৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৫০ পিস ইয়াবা, ধারালো অস্ত্র, নগদ ২৯ হাজার টাকা ও ‘খবর বাংলাদেশ’ নামের পত্রিকার স্টিকার লাগানো একটি মোটর সাইকেল।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাহমুদুর হাসান কক্সবাজার থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা এনে মাগুরায় বিক্রি করেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে খুঁজছিল। রোববার মধ্য রাতে মাহমুদের অবস্থান নিশ্চিত হয়ে শহরের আদর্শ কলেজ পাড়ায় জনৈক জালাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ৫৫০ পিস ইয়াবা, ধারালো অস্ত্র, নগদ ২৯ হাজার টাকা ও খবর বাংলাদেশ নামের পত্রিকার সিটকার লাগানো একটি মোটর সাইকেল উদ্ধার হয়। মাহমুদ তার সঙ্গী রাবেয়া বেগমকে ভাবি পরিচয় দিয়ে ২ মাস আগে বাসাটি ভাড়া নিয়ে যৌথভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাহমুদের বাড়ী মাগুরা পৌর এলাকার কুকনা গ্রামে। তার পিতার নাম ওয়াক্কাস আলী। অন্যদিকে রাবেয়া বেগমের স্বামীর নাম নবুওত মোল্যা। তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লবাঙ্গা গ্রামে। রাবেয়ার স্বামী নবুওত মোল্যা বাহরাইন প্রবাসী। মাহমুদের সাথে রাবেয়ার কোনো পারিবারিক সম্পর্কের প্রমান মেলেনি। অনৈতিক সম্পর্কের সূত্রে তারা ভুয়া পরিচয়ে আদর্শ কলেজ পাড়ার ওই ভাড়া বাড়িতে বসবাস করে এ ব্যবসা করছিল বলে পুলিশের ধারনা।

সদর থানার ওসি আরো জানান, মাহমুদ কিছু দিন আগে যশোরে চোরাই মটর সাইকেলসহ ধরা পড়ে। কিন্তু কয়েকদিনের ব্যবধানে জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে সে। মাহমুদসহ একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অখ্যাত মিডিয়ার স্টিকার সম্বলিত মটর সাইকেল ব্যবহার করে মাদকসহ নানা অপরাধ সংঘটিত করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দীর্ঘদিন ধরে এই চক্রটিকে আটকের চেষ্টা করছিল। মাহমুদের কাছ থেকে এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১