বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৮

‘তফসিল ঘোষণার পরেই নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংগৃহীত ছবি


একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের পরে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে যে সরকার আছে, এটিই নির্বাচনকালীন সরকার।

আজকের মন্ত্রিসভার বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রীরা উপস্থিত ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘হ্যাঁ, উপস্থিত ছিলেন।’

তিনি জানান, বাংলাদেশের সংবিধান অনুসারে, পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত উনারা মন্ত্রী হিসেবে বহাল থাকবেন। এজন্য তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়া’র নীতিগত অনুমোদন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ‘অ্যাডেমডাম টু দ্য প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’-এর খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১