বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৮

আশুলিয়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

মানচিত্রে আশুলিয়া সংগৃহীত ছবি


আশুলিয়ার শ্যামলী বেগম (৩৫)  নামের  এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সিরাজুল ফকির পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। সোমবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি ভাড়া বাড়ির কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্যামলী বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুকিবাজিত এলাকার ধলু শেখের মেয়ে এবং পাবনার বেড়া থানা এলাকার রেজাউল ফকিরের ছেলে সিরাজুল ফকিরের স্ত্রী। তিনি স্বামী ও এক সন্তান নিয়ে বাড়ইপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় নাফা গার্মেন্টসে চাকুরী করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১