বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৮

মনোনয়নপত্র বিতরণ ১৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় পার্টি

জাতীয় পার্টির লোগো সংগৃহীত ছবি


জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণের সময় আরো দুই দিন বাড়ানো হয়েছ। আগামীকাল মঙ্গলবার ১৩ নভেম্বরের পাশাপাশি ১৪ এবং ১৫ তারিখও জাতীয় পার্টির মনোনয়নপত্র বনানী অফিস থেকে বিতরণ করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শিডিউল অনুযায়ী ১৬ নভেম্বর চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এদিকে দ্বিতীয় দিনের মত আজও সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

আজ দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বনানী অফিসে সাংবাদিকদের বলেছেন, সকল দলের অংশ গ্রহণে নির্বাচন উৎসবমূখর হবে। মহাজোটের সাথে আসন বন্টন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি একশ আসন প্রত্যাশা করছে। তবে, আলাপ-আলোচনার মাধ্যমে সব কিছুই চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, তাই জাতীয় পার্টির প্রতি তাদের প্রত্যাশাও বেশি। আর এ কারণেই জাতীয় পার্টি গণমানুষের জন্য দায়িত্বশীল রাজনীতি করছে। সাধারণ মানুষ নিরাপত্তা আর সুশাসনের ন’বছর এখনো মনে রেখেছে।

এছাড়া রোববার জাতীয় পার্টির মনোনয়পত্র বিতরণ হয়েছে ৫৫৩টি। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ১১৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১