বাংলাদেশের খবর

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮

পাবনায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মিশুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ছবি : বাংলাদেশের খবর


পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র সৈয়দ আহমেদ মিশকাত মিশু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের শিবরামপুর ও দক্ষিণরাঘবপুর যুব সমাজের উদ্যেগে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুল ওয়াদুদ ইকবাল, নিহত মিশুর বাবা পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, প্রফেসর দায়েন উদ্দিন খান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুজ্জামান মুন প্রমূখ। বক্তারা মিশুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র মিশকাত মিশুকে গত মঙ্গলবার রাত ৯টায় এডওয়ার্ড কলেজের ভিতরে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। ওই দিন রাতেই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১